📖12 Years a Slave
ঘটনাটা আমেরিকায় গৃহ যুদ্ধ (১৮৬১-১৮৬৫) শুরু হওয়ার অনেক আগের।
নিউইয়র্ক শহরে বসবাসরত Solomon Northup, বউ বাচ্চা নিয়ে হাসিখুশি জীবনযাপন করা একজন স্বাধীন কৃষ্ণাঙ্গ (আফ্রো-আমেরিকান) ভায়োলিনিস্ট।
যাকে ওয়াশিংটন ডিসিতে ২ ঠগবাজ থিয়েটারে কাজ দেওয়ার কথা বলে বিক্রি করে দেয় কৃতদাস হিসেবে।
কখনো বা মনিবের সমবেদনা জুটলেও কৃতদাস হয়ে শত নির্যাতন সহ্য করে বেঁচে থাকা, স্বাধীনতা আর পূর্বের সম্মান ফিরে পাওয়ার এক অনবদ্য লড়াইয়ের গল্প নিয়েই 12 Years a Slave সিনেমাটি।
🔳 নাম শুনেই ধারনা করা যায়, Solomon এর জীবনের ১২ বছরের ঘটনা প্রবাহ নিয়েই সিনেমাটি। আদতে এই ১২ বছরে কি হয়? ১২ বছর পরেই বা কি হয়? আদৌ দাসত্ব থেকে মুক্তি পায়? মানিয়ে নেয় ভাগ্যের পরিণতি হিসেবে? নাকি জীবনাবসান হয়ে মারাই যায়?
🎬 12 Years a Slave
Directed by :Steve McQueen.
Genre : Biography | History |
IMDB Rating: 8.1 (616,368 users)
Awards : 3 Oscar another 238 wins.
R Rated
Country of Origin: USA (2013) |
UK (2014) |
12 Years a Slave মূলত একটি জীবন কাহিনী মূলক period-drama film. ( পিরিয়ড ড্রামা ফিল্ম হচ্ছে পূর্বের কোন ঐতিহাসিক বিষয়ের ওপর নির্মিত সিনেমা। অর্থাৎ, টেলিভিশন বা সিনেমার কোন কনটেন্ট যখন একটা নির্দিষ্ট ঐতিহাসিক সময়, ব্যক্তিত্ব বা বৈশিষ্ট্য নিয়ে বানানো হয় সেটাই পিরিয়ড ড্রামা।এটাকে Historical Drama -ও বলে।)
১৮৫৩ সালে প্রকাশিত Solomon Northup নামের এক কৃতদাসের আত্মজীবনী Twelve Years a Slave -এর অবলম্বনে এটি নির্মিত। সিনেমায় চিত্রিত অন্যান্য চরিত্রও বাস্তব ঘটনা অবলম্বনেই।
কৃতদাস হিসেবে নিজের অভিজ্ঞতা আত্মজীবনীতে বিশদভাবে লেখার পরে সবচেয়ে বড় রহস্য দেখা দেয় উনার মৃত্যু কে ঘিরে।
কারণ, ১৮৫৭ সালের পরে লেখককে আর খুঁজে পাওয়া যায় নি। কবে, কোথায়, কোন পরিস্থিতিতে উনার মৃত্যু হয় সবকিছু অজানাই থেকে যায়।
দাসত্ব নিয়ে একই উৎসের ওপর ১৯৮৪ সালে নির্মিত আরেকটি ফিল্ম হচ্ছে SOLOMON NORTHUP'S ODYSSEY.
অন্যদিকে, মুভিতে ব্যবহৃত প্রধান ৪টা লোকেশনই ঐতিহাসিক antebellum plantations (Pre-War Architecture).
|. Felicity (Felicity Plantation) : ১৮৪৬ (মতান্তরে ৫০) এর দিকে মিসিসিপি নদীর তীরে গড়ে তোলা বিখ্যাত আঁখ খেত। ||. Bocage |||. Destrehan |\/. Magnolia. তন্মধ্যে ম্যাগনোলিয়া হচ্ছে সত্যিকারের সবচেয়ে নিকটস্থ যায়গা যেখানে Northup কে রাখা হয়েছিল।
|. Felicity (Felicity Plantation) : ১৮৪৬ (মতান্তরে ৫০) এর দিকে মিসিসিপি নদীর তীরে গড়ে তোলা বিখ্যাত আঁখ খেত।||. Bocage |||. Destrehan |\/. Magnolia. তন্মধ্যে ম্যাগনোলিয়া হচ্ছে সত্যিকারের সবচেয়ে নিকটস্থ যায়গা যেখানে Northup কে রাখা হয়েছিল।orthup কে রাখা হয়েছিল।
তখনকার এ স্থাপনা গুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জর্জিয়ান, নিও ক্ল্যাসিক্যাল (Neo-classical) এবং গ্রিক রিভাইভাল স্টাইলের। আর এ স্থাপত্য গুলোর বেশিরভাগই নির্মিত হয়েছে আমেরিকার গৃহযুদ্ধের ৩০ বছর পূর্বে (আনুমানিক ১৮৩০ থেকে ১৮৬০ এর মাঝামাঝি)।
ঐতিহাসিক মান যথাযথ রাখার জন্য সিনেমার কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত ছিলেন আফ্রো-আমেরিকান ইতিহাস ও সংস্কৃতিবিদ Henry Louis Gates Jr.
সম্প্রতি ৩রা জুন অস্কার জয়ী ডিরেক্টর Steve McQueen কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য নির্বাচিত হওয়া তার দুইটি ফিল্ম George Floyd and the Black Lives Matter Movement এর স্মৃতিতে উৎসর্গ করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন -
" I dedicate these films to George Floyd and all the other black people that have been murdered, seen or unseen, because of who they are, in the US, UK and elsewhere."
' If you are the big tree, we are the small axe.’
" Black lives matter.”
উল্লেখ্য -
🔲 মিস্টার ফ্লয়েড কে ইউএস পুলিশের কাস্টাডিতে ২৫ মে হত্যা করা হয়।
🔲 বেস্ট পিকচারের জন্য একাডেমি পুরষ্কার পাওয়া McQueen-ই ১ম কৃষ্ণাঙ্গ ফিল্ম মেকার।
No comments